

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবত’ নানা বিতর্ক শেষে মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলেছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতসহ বিশ্ব বাজারে এখন পর্যন্ত ছবিটির আয় ৫২৫ কোটি রুপি পার করেছে। ইতিহাস নির্ভর ছবিটি শুধু ভারতেই মুক্তির চতুর্থ সপ্তাহ শেষে আয়ের পরিমাণ দাঁড়াবে ৩০০ কোটিতে। এখন পর্যন্ত ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মোট ২৭৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
ছবিটি মুক্তির আগে নানা প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে। পদ্মাবতের এই অভাবনীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত টিম পদ্মাবত। ছবিটির অনেক বড় বাণিজ্যের সম্ভাবনা তাঁদের আনন্দিত করছে। ‘পদ্মবত’-এ অভিনয় করে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর চলে গেছেন এক অনন্য উচ্চতায়। ‘পদ্মাবত’ নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। ছবিটি শুধু দেশে নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে।







