জ্যাকুলিনকে কি বিয়ে করছেন সালমান?

বিবিধ বিনোদন February 15, 20182,082
জ্যাকুলিনকে কি বিয়ে করছেন সালমান?

সাধারণত ভ্যালেন্টাইনস ডে'তে মানুষ প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটান। লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও বলিউডের এলিজিবল ব্যাচেলর সালমান সময় কাটালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে।


তাদের সেই 'ডেটিং'-এর একটি ভিডিও ভাইরালও হয়েছে। এরপর থেকে আসল ঘটনা না জেনেই অনেকেই বলছেন, শেষ পর্যন্ত কি তাহলে জ্যাকুলিনকে বিয়ে করছেন বলিউড সুপারস্টার?


আসল ঘটনা হলো 'রেস থ্রি'-র শুটিংয়ের জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সালমান ও জ্যাকুলিন। আর সেখানেই তারা দু'জনে একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মজা করেই প্রেম দিবসের বার্তা দেন এক ভিডিও বার্তায়।


তথ্যসূত্রঃ অনলাইন