

সাধারণত ভ্যালেন্টাইনস ডে'তে মানুষ প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটান। লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও বলিউডের এলিজিবল ব্যাচেলর সালমান সময় কাটালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সাথে।
তাদের সেই 'ডেটিং'-এর একটি ভিডিও ভাইরালও হয়েছে। এরপর থেকে আসল ঘটনা না জেনেই অনেকেই বলছেন, শেষ পর্যন্ত কি তাহলে জ্যাকুলিনকে বিয়ে করছেন বলিউড সুপারস্টার?
আসল ঘটনা হলো 'রেস থ্রি'-র শুটিংয়ের জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সালমান ও জ্যাকুলিন। আর সেখানেই তারা দু'জনে একসঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মজা করেই প্রেম দিবসের বার্তা দেন এক ভিডিও বার্তায়।
তথ্যসূত্রঃ অনলাইন







