ফেসবুকের বিরক্তিকর পোস্ট গুলা থেকে মুক্তি নিন!

ফেসবুক টিপস April 20, 2016 1,409
ফেসবুকের বিরক্তিকর পোস্ট গুলা থেকে মুক্তি নিন!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ভালো দিক আছে, আছে অন্ধকার দিক। এখানে ভালো ভালো পোস্ট যেমন থাকে, তেমনি থাকে বিরক্তিকর অনেক পোস্ট। কিছু কিছু পোস্টের জন্য তো আবার বাসা বা অফিসে বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। এর মধ্যে আছে বিভিন্ন ভুয়া গ্রুপের পোস্ট, অশালীন ছবি এবং বিজ্ঞাপন।


এসব কুরুচিকর প্রচারণা থেকে দূরে থাকতে চান অধিকাংশ ফেইসবুক ব্যবহারকারী। কিন্তু উপায় না জানার কারণে প্রায়শই তাও পারেন না।


কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই এই অযাচিত সমস্যা দূর করা যায়। এই টিউটোরিয়ালে সে সবই তুলে ধরা হলো-



অপ্রয়োজনীয় পেইজকে আনফলো করাঃ

ফেইসবুকে এমন অনেক পেইজ থাকে যার পোস্ট যে কোনো ব্যবহারকারীর জন্য বিব্রতকর। অনেকে না জেনে এসব অপ্রয়োজনীয় পেইজে লাইক দিয়ে থাকেন, এতে এক সময় তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে এই অনাহুত ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে পেইজটিকে আনফলো করে দিন। এ জন্য পোস্টের ডান কোনায় থাকা অ্যারো চিহ্নে ক্লিক করুন। এরপর ‘Hide all from’ সিলেক্ট করে দিন।



আন-ফ্রেন্ড করাঃ

ফেইসবুক বন্ধু তালিকায় থাকা কেউ কোনো বাজে বা বিরক্তিকর পেইজের পোস্টে লাইক দিলে তা আপনার ওয়ালে চলে আসতে পারে। এক্ষেত্রে বন্ধুকে আনফ্রেন্ড করে দিলেই এই সমস্যা দূর হয়ে যাবে। তবে, আন-ফ্রেন্ড না করতে চাইলে আগের মতো ঐ পোস্টের ডান দিকের কোনায় থাকা অ্যারো চিহ্নে ক্লিক করুন এবং পেইজটিকে আন-ফলো করে দিন।



ফেইসবুক জরিপে অংশগ্রহণঃ

ব্যবহারকারী কি ধরনের পোস্ট পছন্দ করেন তা জানার জন্য ফেইসবুক প্রায়ই জরিপ চালায়। এতে অংশগ্রহণ করেও অপ্রয়োজনীয় পোস্ট থেকে রক্ষা পাওয়া যায়। জরিপে অংশ নিতে চাইলে পোস্টের ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। এরপর নিচের দিকে থাকা ‘more options’ নির্ধারিত প্রশ্নের উত্তর দিন।



অপছন্দের পোস্ট সম্পর্কে জানানোঃ

বিরক্তিকর পোস্ট থেকে বাঁচতে চাইলে এর ডান পাশে থাকা ‘I don’t want to see this’ অপশনে ক্লিক করতে পারেন। এতে কোন ধরনের পোস্ট আপনার অপছন্দ ফেইসবুক তা বুঝে নেবে। ফলশ্রুতিতে ঐ ধরনের পোস্ট আর ওয়ালে দেখাবে না।