সব সময় উষ্ণতা ছড়ান যে ৫ তারকা

বিবিধ বিনোদন February 13, 20182,080
সব সময় উষ্ণতা ছড়ান যে ৫ তারকা

উষ্ণতা ছড়িয়ে জনপ্রিয়তা পেয়েছেন বেশকিছু তারকা। এসব তারকারা পর্দার সামনে নিজেকে তুলে ধরেছেন সাহসী দৃশ্যে। আবার কেউ কেউ স্বাভাবিক চলাফেরাতেও উষ্ণতা ছড়ান। এমনি ৫ তারকার কথা বলা হল. . .


কিম কার্দাশিয়ান

সোশ্যাল মিডিয়ায় খোল্লামখুল্লা পোশাকে প্রায়ই সাইবার দুনিয়ায় ঝড় তোলেন তিনি। তার শরীরের অবয়ব আর পোশাকই তাকে আলোচনায় নিয়ে আসে।


পুনম পান্ডে

বলিউডি সেনসেশন। ছবি করুন আর নাই বা করুণ, ফ্যানদের নিরাশ তিনি কখনও করেন না। বড়দিন হোক বা হলি পুনমের শরীরের জাদুতে ঢেউ ওঠে ওয়েব দুনিয়ায়।


রিহানা

নিজেই নিজের নাম রেখেছেন ‘ব্যাডগার্ল’। আর এই গার্লের হট পিকচারে মাঝে মাঝেই উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া।


শার্লিন চোপড়া

কম যান না ভারতীয় এই মডেল। প্রায়সই নগ্ন ছবি পোস্ট করে বড় বড় সুন্দরীদের মাত দেন তিনি।


কাইলি জেনার

কিম কার্দাশিয়ানকে টক্কর দেন কাইলি। বর্তমানে কাইলির শরীরি মোহে আচ্ছন্ন সোশ্যাল মিডিয়া।


তথ্যসূত্রঃ অনলাইন