রজনীকান্তের 'কালা' আসছে এপ্রিলের শেষে

সিনেমা জগৎ February 11, 20181,137
রজনীকান্তের 'কালা' আসছে এপ্রিলের শেষে

রজনীকান্তের 'কালা' আসছে এপ্রিলের শেষে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত ও আকাঙ্ক্ষিত ছবি কোনটি? যাঁরা ছবি দেখেন এবং এ-সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখেন, তাঁরা চোখ বন্ধ করে বলবেন 'কালা'।


হ্যাঁ, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'কালা'ই এখন বলিউডে সবচেয়ে আলোচিত এবং আকাঙ্ক্ষিত ছবি। আর হবেই বা না কেন, রজনীকান্ত নিজেই বলেছেন, এটা তাঁর অন্যতম সেরা কাজ। আর তাই এই ছবিকে ঘিরে দর্শকদের অপেক্ষার অন্ত নেই।


নতুন এক ঘোষণায় সব অপেক্ষার অবসান হলো। অবশেষে ঘোষণা এলো খুব শিগগিরই রুপালি পর্দা মাতাতে আসছে 'কালা'। প্রযোজক-অভিনেতা ধানুশ আজ এক ট্যুইট বার্তায় জানান, আগামী ২৭ এপ্রিল আসছে এই বহু আকাঙ্ক্ষিত ছবিটি।


প্রযোজক ধানুশ ছবিটির একটি নতুন পোস্টার তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ফিরে এসেছে 'ডন'দের ডন।ছবিটি পরিচালক রণজিতের সাথে রজনীকান্তের এটি দ্বিতীয় কাজ। দুজনের এর আগের ছবিটি ছিল ব্লকবাস্টার 'কাবালি'।


ছবিটিতে রজনীকান্তকে দেখা যাবে ডন চরিত্রে। এ ছাড়াও ছবিটিতে আছেন নানা পাটেকার, হুমা কোরেশী আর অঞ্জলি পাতিল। সন্তোষ নারায়নন করেছেন ছবিটির সংগীত আয়োজন।


সূত্র : ডেকন ক্রনিকল