তিন রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন!

মোবাইল ফোন রিভিউ February 10, 2018 1,693
তিন রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন!

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকতে পারে তিনটি রিয়ার ক্যামেরা। হুয়াওয়ে পি২০ মডেলের এ স্মার্টফোনটি আগামী ২৭ মার্চ প্যারিসে উন্মুক্ত করা হতে পারে।


অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল এ তথ্য জানিয়েছে।


ফোনটির পেছনের অংশের একাধিক ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, এতে তিনটি মেইন ক্যামেরা থাকছে। প্রকাশিত তথ্য সঠিক হলে এটিই হবে তিনটি রিয়ার ক্যামেরার প্রথম স্মার্টফোন।


ধারণা করা হচ্ছে, তিনটি ক্যামেরার একটি কালার ক্যাপচার করবে, একটি সাদাকালোর জন্য এবং অপরটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে কাজ করতে পারে। ৫এক্স অপটিক্যাল জুম থাকতে পারে ক্যামেরায়, এমন তথ্যও দিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল। তবে ফোনটির দাম সর্ম্পকে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায় নি।


স্মার্টফোন ক্যামেরা নিয়ে লেইকা নামের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের সাথে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে হুয়াওয়ে। ২০১৬ সালে হুয়াওয়ে দুটি রিয়ার ক্যামেরার ফোন পি৯ বাজারে আনে।


জানা গেছে, এ স্মার্টফোনটিতে থাকবে এজ-টু-এজ ডিসপ্লে, হোম বাটন, কিরিন ৯৭০ প্রসেসর, ৬ গিগাবাইট র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।