একটু বইসা দেখেন

পাঁচমিশালী কৌতুক February 6, 20182,537
একটু বইসা দেখেন

বাজারে ডিম কিনতে গেলেন ছয় ফুটের বেশি লম্বা লোক।


বাজারের এক কোনায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা।


ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ‘ডিমের হালি কত টাকা?’


ডিমওয়ালা: জ্বি, ‘হালি ৩০ টাকা।’


ভদ্রলোক : বলো কী! এত ছোটছোট ডিম ৩০ টাকা!’ একটু বেশি হয়ে যাচ্ছেনা?


ডিমওয়ালা এবার ভাল করে ভদ্রলোকের চেহারা দিকে তাকালেন।


এরপর বললেন:স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হইব। একটু বইসা দেখেন।