মা-বাবার ছবি দেয়ালে ঝুলাতে পারব?

ইসলামিক শিক্ষা February 6, 2018 3,412
মা-বাবার ছবি দেয়ালে ঝুলাতে পারব?

প্রশ্ন : পারিবারিক ছবি যেমন মা-বাবার ছবি, সন্তানের ছবি বা আমাদের শালীন ছবি আমরা দেয়ালে ঝুলাতে পারব কি? সেই ক্ষেত্রে এই ঘরে কি নামাজ হবে?


উত্তর : নামাজ হয়ে যাবে। তবে ছবি টানানো এই কাজটির ব্যাপারে রাসুল (সা.) নিষেধ করেছেন, এটি হারাম কাজ। আবু দাউদ (রা.)-এর রেওয়াতের মধ্যে আল্লাহর রাসুল (সা.) বলেছেন , ‘যেখানে আপনি ছবি ঝুলিয়ে রেখেছেন, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না।’


সুতরাং, ছবি না ঝুলানোটাই মূলত বিশুদ্ধ বক্তব্য। নামাজ হবে কি না- এই নিয়ে আলমদের মধ্যে দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নামাজ হয়ে যাবে।


এই ছবিগুলো আপনি অন্য কোনো অ্যালবামে বা আলমারিতে বা ড্রয়ারে বা পকেটে রাখতে পারেন। সেক্ষেত্রে এই ছবিগুলো আর ঝুলানোও হবে না এবং আপনার স্মৃতিও সংরক্ষণ হবে। শুধু ছবি ঝুলাবেন না, যেটি নিষেধ করা হয়েছে সেটি করবেন না।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন