

আজ ৫ ফেব্রুয়ারি। ৪২-এ পা দিলেন বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন। বিগ বি অমিতাভ বচ্চন এ উপলক্ষে নিজের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও অভিষেক এখন সপরিবারে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। দুজনার দুটি ভিন্ন টাইম জোনে অবস্থান। তবুও ভারতীয় স্থানীয় সময় সাড়ে ১২টার (১২২৬ এএম) সময় ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা জানাবার জন্য নিজের ট্যুইটার হ্যান্ডেলকে বেছে নেন এই মহাতারকা। ভালোবাসপূর্ণ ও আবেগঘন একটি ট্যুইটে তিনি লেখেন, শুভ জন্মদিন, অভিষেক। যে এখন অন্য একটি সময় অঞ্চলে (টাইম জোন) আছে। (এরপর হিন্দিতে) একটা সময় ছিল যখন ছেলে বাবার হাত ধরে চলত, এখন সময় বদলেছে, এখন বাবা ছেলের হাত ধর চলে।
পোস্টের সাথে অভিষেকের নানা বয়সের বেশ কিছু ছবি কোলাজ করে দেন বিগ বি। এ ছাড়া নিজের ব্লগেও সন্তানকে নিয়ে একটি লেখা পোস্ট করেন বিগ বি। উল্লেখ্য, অমিতাভ ও জয়া বচ্চন দম্পতির দ্বিতীয় সন্তান অভিষেক বচ্চন।
সূত্র : এনডিটিভি







