ক্যাটরিনা-আনুশকার রিকশাওয়ালা শাহরুখ!

বিবিধ বিনোদন February 3, 2018 1,749
ক্যাটরিনা-আনুশকার রিকশাওয়ালা শাহরুখ!

রিকশা চালানো শুরু করেছেন বলিউডের কিং খান! অবশ্য এমন যাত্রী পেলেই রিকশা চালাতে কেই বা আপত্তি করবেন? রিকশা চালাচ্ছেন শাহরুখ, আর তার পেছনে যাত্রী ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মা। এরকমই একটা ছবি টুইটারে পোস্ট করেছেন এসআরকে।


ছবিতে চালকের আসনে থাকলেও টুইটে কিং খান লিখেছেন তার পেছনে বসা মেয়ে দুটিই তাকে এক রোমাঞ্চকর যাত্রা নিয়ে যাচ্ছেন। সেই যাত্রার নাম ‘জিরো’। হ্যা, শাহরুখ খানের নতুন ছবি, যেখানে তিনি একজন বামনের চরিত্রে অভিনয় করছেন। আর ক্যাটরিনা-আনুশকা সেই ছবিতে শাহরুখের সহশিল্পী।


স্বভাবতই জিরো ছবির প্রচারণার অংশ হিসেবে এই ছবি তোলা। যেখানে ব্যস্ত কোন বাজারের ভেতরে ধবধবে সাদা পোশাক পরে বসে আছেন বলিউডের তিন সুপারস্টার। জিরো ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরের ২১ তারিখে।