নতুন সম্পর্কে আলিয়া-রণবীর?

বিবিধ বিনোদন February 2, 20181,578
নতুন সম্পর্কে আলিয়া-রণবীর?

দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মাহিরা খানের পর এ বার কি তবে আলিয়া ভাট? হয়তো ভাবছেন, পর পর নায়িকাদের নাম করা হচ্ছে কেন? একটু ভাবলেই বুঝতে পারবেন, এদের মধ্যে একটি মিল রয়েছে। বিভিন্ন সময়ে রণবীর কাপুরের সঙ্গে এদের সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বলিউডে। সেই তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট।


শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার মধ্যে অফস্ক্রিনে নাকি বিশেষ কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর সেই রসায়ন এতটাই জোরালো যে তা নিয়ে রীতিমতো গুজব শুরু হয়েছে বলিউডে। কিন্তু এ হেন গুজবের উত্পত্তি কোথায়? এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন রণবীর এবং আলিয়া।


‘স্পটবয়ই’-এর খবর অনুযায়ী, সেই ছবির শুটিংয়ে গিয়েই নাকি একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছেন রণবীর এবং আলিয়া! সেই সম্পর্ক বন্ধুত্ব বা কলিগের তুলনায় কিছুটা বেশি।

ওই ওয়েবসাইটে প্রকাশ, গত বুধবার রাত ১১টা নাগাদ আলিয়াকে বাড়িতে ড্রপ করতে যান রণবীর।


ফের পরদিন সকালেই শুটিংয়ে যাওয়ার জন্য নায়িকাকে বাড়ি থেকে আনতে যান তিনি। এ সব দেখেই বি-টাউনে এই নয়া সম্পর্কের সমীকরণ নিয়ে গসিপ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই।