হুয়াওয়ের বাজেট সাশ্রয়ী ফোন

মোবাইল ফোন রিভিউ February 2, 2018 1,329
হুয়াওয়ের বাজেট সাশ্রয়ী ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের অনলাইন ব্র্যান্ড হনরের জনপ্রিয় মডেল সেভেন এক্স। এই ফোনটি এবার লিমিটেড এডিশনে লাল রঙে বাজারে এলো। এটি বাজেট স্মার্টফোন। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ১২ হাজার ৯৯৯ রুপি। অ্যামাজন ডটকমে এটি বিক্রি হচ্ছে।


হনর সিক্স এক্স-এর সফলতার ধারাবাহিকতায় হনর বাজারে আনে হনর সেভেন এক্স। এটিও লুফে নেয় ক্রেতারা। এরই ধারাবাহিকতায় লিমিটেড এডিশনে এলো বাজেট ফোন।


ফোনটিতে আছে ৫.৯৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে অক্টাকোর কিরিন ৬৫৯ প্রসেসর, মালি টি৮৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ৪ জিবি র‌্যাম রয়েছে।


দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। একটি ৩২ জিবির। অন্যটি ৬৪ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত হনর ফোনটিতে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ ব্যবহার করা হয়েছে। একটি ১৬ মেগাপিক্সেলের। অন্যটি ২ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশ আছে। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।


কানেকটিভিটির জন্য ফোনটিতে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস কানেকটিভিটি আছে।