ছোটবেলার যৌন নিপীড়নের গল্প বললেন দীপিকা

বিবিধ বিনোদন February 2, 20183,122
ছোটবেলার যৌন নিপীড়নের গল্প বললেন দীপিকা

অনেক ঝড়-ঝাপটা ডিঙিয়ে 'পদ্মাবত' দারুণ দেখাচ্ছে বক্স অফিসে। অথচ এই ছবি আদৌ মুক্তি পাবে না কিনা তা নিয়ে শেষ পর্যন্ত সংশয় ছিল। রাজপুতের একটি গ্রুপ তাদের রানি পদ্মাবতীকে নিয়ে কিছু 'বিকৃত বিষয়' উপস্থাপনের প্রতিবাদে আগ্রাসী হয়ে ওঠে। অভিনয়শিল্পী-পরিচালকের ওপর প্রাণনাশের হুমকি আসে।


যাকে নিয়ে এতকিছু সেই দীপিকা পাড়ুকোনকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। তার ওপর হামলার আশঙ্কা ছিল। এ ছবিকে ঘিরে বিভিন্ন আয়োজনে আসা এবং যাওয়ার পথ একমাত্র দীপিকার জন্যে ভিন্ন ছিল। এই ছবিকে কেন্দ্র করে যে ভয় আর শঙ্কা তিনি বয়ে নিয়ে চলেছেন সেই একই ভীতিকর সময় সময় কাটিয়েছেন আরো দুই যুগ আগে। এখানে সে কথাই বলেছেন তিনি।


ইন্ডিয়া টুডে'র সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুভি মুক্তির আগ দিয়ে তার বাবা-মা কতটা সুস্থির ছিলেন? দীপিকা বলেন, আমার ওপর বাবা-মায়ের সব সময় বিশ্বাস ছিল। আর এ সূত্র ধরে আরো ভয়ংকর এক স্মৃতির কথা তুলে আনেন লাস্যময়ী। বলেন, তখন আমার বয়স ১৪ বা ১৫।


আমার মনে আছে, এক বিকেলে আমি বাবা-মায়ের সঙ্গে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। সম্ভবত তার আগে এক রেস্টুরেন্টে খাওয়া শেষ করেছি। মা-কে ছাড়িয়ে সামনে হাঁটছেন বাবা আর বোন। আমি মায়ের সঙ্গে পেছনে হাঁটছি।


হঠাৎ এক লোক এসে আমার পেছনে হাত বুলিয়ে উল্টো দিকে হাঁটা ধরল। সেই মুহূর্তে আমি বিষয়টা এড়িয়ে যেতে পারতাম। কিন্তু সাহসী হয়ে উঠলাম। ওই লোকের পেছনে গেলাম। তাকে ধরে ফেললাম। কলার ধরে একটা চড় দিয়ে আমার পথে হাঁটা ধরলাম।


সেই দিন থেকেই বাবা-মা জানেন আমি নিজেকে বাঁচিয়ে চলতে পারবো, যোগ করে দীপিকা। তার এই বক্তব্যে অনেকের কাছেই পরিষ্কার হয়ে যায় যে, এই অভিনেত্রী নির্দ্বিধায় রানি পদ্মাবতীর চরিত্র অভিনয়ের সাহস করেছেন।


সূত্র : ডেকান ক্রনিকল