১৮ বছরের তরুণের সঙ্গে ঘনিষ্ঠ এষা

বিবিধ বিনোদন February 1, 20181,793
১৮ বছরের তরুণের সঙ্গে ঘনিষ্ঠ এষা

সাহসি ফটোশুটের জন্য তার জুড়ে মেলা ভার। মাঝে মাঝেই নিজের বিভিন্ন ভঙ্গির নগ্ন ছবি শেয়ার করে থাকেন। মুহূর্তে সেসব ছবি ভাইরাল হয় যায়। আবার কখনও নগ্নতা নিয়ে সমালোচকদের আক্রমণের কড়া জবাব দেন। আর এসব করতে গিয়ে বিভিন্ন সময় আলোচনা থাকেন। তিনি এষা গুপ্তা। বলিউডের ৩২ বছর বয়সী সাহসী এই অভিনেত্রী এবার কি করলেন জানেন? ১৮ বছরের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন আবেদনময়ী এষা। ছবির ক্যাপশনে ওই যুবককে 'মাই বয়' উল্লেখ করেছেন তিনি।


কিন্তু ওই যুবকের পরিচয় কী- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি এষা। পাশাপাশি ওই যুবকের সঙ্গে তার সম্পর্কের বিষয়েও কিছু খোলসা করেননি এই অভিনেত্রী। তবে ওই যুবকের সঙ্গে এষার ছবি প্রকাশ পেতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


তথ্যসূত্রঃ অনলাইন