প্যান্ট পেছন থেকে ফাটা

পাঁচমিশালী কৌতুক January 29, 20181,834
প্যান্ট পেছন থেকে ফাটা

একবার ক্লাসে পরীক্ষা চলছে। যে শিক্ষক হল পরিদর্শনে আছেন, পুরো হলে চক্কর দিচ্ছেন। ছাত্ররা বিন্দুমাত্র সুযোগ পাচ্ছে না দেখাদেখি বা কথা বলার।


ঠিক এ সময় একছাত্র শিক্ষককে একটি চিরকুট ধরিয়ে দিলো। সঙ্গে সঙ্গে শিক্ষক তার চেয়ারে গিয়ে চুপচাপ বসে পড়লেন!


এই দেখে একছাত্র ওই ছাত্রকে বলল-


ছাত্র : এই কী ছিল রে চিরকুটে? স্যার যে বসে পড়লেন।


অপর ছাত্র : লেখা ছিল, ‘স্যার, আপনার প্যান্ট পেছন থেকে ফাটা।’