কবে মুক্তি পাবে ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’?

সিনেমা জগৎ January 25, 20181,171
কবে মুক্তি পাবে ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’?

সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা করণ জোহর। গত বছর এর ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। ঘোষণা দেয়া হয়, সিক্যুয়েলে অভিনয় করবেন টাইগার শ্রফ। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে এবং নায়িকা চরিত্রে কে থাকবেন তা নিয়ে দর্শকের মাঝে প্রশ্ন অনেকদিন থেকেই।


অবশেষে দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টুডেন্ট অব দি ইয়ার-টু মুক্তির তারিখ ঘোষণা করেছেন সিনেমাটির প্রযোজক করণ জোহর। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ঘোষণা দেন এই নির্মাতা।


স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার একটি পোস্টার পোস্ট করে করণ জোহর লিখেছেন, ‘২৩ নভেম্বর ২০১৮ বিশ্বব্যাপী স্টুডেন্ট অব দি ইয়ার-টু মুক্তি পাবে। নতুন দুজন নায়িকার নাম আগামী মাসে ঘোষণা করা হবে। পরিচালক পুনিত মালহোত্রার নেতৃত্বে এ ফ্র্যাঞ্চাইজি সামনে এগিয়ে যাবে।’


এদিকে সিনেমাটিতে নতুন দুই নায়িকা কে হবেন তা নিয়ে অনেকদিন থেকেই জল্পনা-কল্পনা চলছে। শোনা যাচ্ছে, চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ মানশি চিল্লারকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে। -রাইজিংবিডি