শ্যাম্পু-কন্ডিশনার নয়, চুল পড়া কমাবে পেয়ারা পাতা!

রূপচর্চা/বিউটি-টিপস January 25, 2018 1,375
শ্যাম্পু-কন্ডিশনার নয়, চুল পড়া কমাবে পেয়ারা পাতা!

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে এমনই মজার তথ্য। গবেষকরা জানান, পেয়ারা পাতায় থাকা ভিটামিন বি চুলের গোড়া শক্ত করতে পারে। এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করে এটি। এমনকি চুলের অকালে পেকে যাওয়া রোধ করতেও পেয়ারা পাতার জুড়ি নেই। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই পাতা।


পাত্রে পানি নিয়ে চুলায় দিন। বেশ কয়েকটি পেয়ারা পাতা দিয়ে ২০ মিনিটের মতো ফুটিয়ে নিন পানি। পাতা নরম হয়ে গেলে নামিয়ে নিন চুলা থেকে। ঠাণ্ডা হলে পিষে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


তথ্য: নিউজ এইটিন