‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে নেই বিশ্বসুন্দরী

সিনেমা জগৎ January 20, 20181,562
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে নেই বিশ্বসুন্দরী

করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে।


তবে এই খবর সম্পূর্ণ ভুয়া বলে দাবি করলেন করণ জোহর নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের মতো আমিও শুনেছি খবরটি যে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে অভিনয় করতে যাচ্ছেন মানুষী। আর এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন টাইগার শ্রফ। কিন্তু এই খবরটি সত্যি নয়।”


মানুষীর প্রশংসা করে করণ আরও বলেন, “তার অর্জনে আমরা সকলেই গর্বিত। এছাড়া তিনি একজন সুন্দরী এতে কোনো সন্দেহ নেই। ‘দ্য মিস ইন্ডিয়া’ খেতাব জেতার পর তার সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু ‘মিস ওয়ার্ল্ড’ খেতার জেতার পর এখনও সাক্ষাৎ হয়নি। খুব শিগগিরই দেখা করবো।’


তথ্যসূত্রঃ অনলাইন