বাণী-বচন : ১৯ জানুয়ারি, ২০১৮

স্মরণীয় উক্তি January 19, 2018 1,242
বাণী-বচন : ১৯ জানুয়ারি, ২০১৮

বাণী

মানুষ প্রথম জন্মে তাহার প্রকৃতিদত্ত চঞ্চলতা, স্বাধীনতা ও পবিত্র সরলতা লইয়া। সে চঞ্চলতা চিরমুক্ত, সে স্বাধীনতা অবাধ গতি, সে সরলতা উন্মুক্ত উদার। -কাজী নজরুল ইসলাম


বিপ্লবের পরদিনই সবচেয়ে কড়া বিপ্লবীও পরিণত হয় কড়া রক্ষণশীলে। - হান্নাহ অ্যারেনডট


মানুষ নিজেই তার সুখের কারিগর। - হেনরি ডেভিড থরো


বচন

ভাদ্র আশ্বিনে বহে ঈশান

কাঁধে কোদাল নাচে কৃষাণ।


অর্থ : ভাদ্র ও আশ্বিন মাসে ঈশান কোণ থেকে বাতাস বইলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এতে কৃষক কোদাল কাঁধে জমিতে কাজ করতে উদ্যোগী হয়- এ কথা বোঝাতে বলা হয়।