মধ্যম বাজেটে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন আনল হুয়াওয়েই অনার

মোবাইল ফোন রিভিউ January 18, 2018 1,563
মধ্যম বাজেটে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন আনল হুয়াওয়েই অনার

চীনা স্মার্টফোন কম্পানি হুয়াওয়েইর সাব ব্র্যান্ড অনার বুধবার ভারতের বাজারে মধ্যম বাজেটের মধ্যেই দুর্দান্ত সব ফিচারের অনার ৯ লাইট নামের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটি ২১ জানুয়ারি থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে।


গত বছরের ২৬ ডিসেম্বর ফোনটি চিনের বাজারে এসেছিল।অনার ৯ লাইট নামের এই ফোনটি হুয়াওয়েইর সর্বশেষ মধ্যম বাজেটের ফোন। ফোনটিতে আছে ৫.৬৫ ইঞ্চির, ২১৬০x১০৮০ পিক্সেল, ১৮:৯ ‘ফুলভিউ’ এলসিডি ডিসপ্লে।


ফোনটির সামনে এবং পেছনে ১৩ পিক্সেলের দুটি ক্যামেরা আছে। এছাড়া উভয় পাশে ২ মেগাপিক্সেলের একটি করে সেকেন্ডারি ক্যামেরাও আছে। মোট চারটি ক্যামেরা আছে ফোনটিতে।


এর প্রসেসরটি হলো ২.৩৬ গিগাহার্টজ কিরিন ৬৫৯। র‌্যাম ৩জিবি/৪জিবি সাথে ৩২/৬৪জিবি স্টোরেজ। ব্যাটারি ৩০০০ এমএএইচ।


ভারতের বাজারে ফোনটির দাম রাখা হচ্ছে ১১ হাজার থেতে ১৫ হাজার টাকা। আর বাংলাদেশের বাজারে ফোনটির দাম পড়তে পারে প্রায় ১৮ থেকে ২২ হাজার টাকা।