শীতকাল নিয়ে মনীষীদের উক্তি!

মজার সবকিছু January 14, 2018 3,269
শীতকাল নিয়ে মনীষীদের উক্তি!

রবীন্দ্রনাথ ঠাকুর : (এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে/তব ঘৃণা তারে যেন তৃণসম দহে


কাজী নজরুল : চল চল চল/মাথায় দু ফোঁটা ছিটিয়ে জল, ভিজে তোয়ালেতে গা মুছে বল/ঢেলেছি আমি অনেক জল/চল চল চল।


বিবেকানন্দ : স্নানে ঘৃণা, লেপে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর।


আব্রাহাম লিংকন : শীতকালে স্নান হচ্ছে জনগনের জন্য জনগনের দ্বারা জনগনের কষ্ট।


সত্যেন্দ্রনাথ দত্ত : কোন বাথরুমে বলতো জল/সকল বাথরুমের চেয়ে ঠান্ডা/কোন বাথরুমে গায়ে পড়লে জল/ইচ্ছে হয় ধরে দিই ডান্ডা?


মার্ক্স : শীতকালে পুরুষদের হারাবার কিছুই নেই, স্নান করার ইচ্ছেটি ছাড়া। জয় করার জন্য পড়ে আছে পুরো লেপের তলা।


লেনিন : শীতকালে স্নান হচ্ছে অত্যাচারের চরম পর্যায়।


মাও : জ্যাকেট, সোয়েটার ও মাফলার দিয়ে শরীর ঘেরো। এটাই প্রতিক্রিয়াশীল শীতকে পরাজিত করার একমাত্র উপায়।


গান্ধী : শীতকালে স্নান না করা পরম ধর্ম।


নেতাজী : তোমরা যদি আমার স্নানের বালতিতে ঠান্ডা জল দাও, আমি তোমায় তেড়ে গালাগাল দেবো।


-সংগৃহীত