অস্ট্রেলিয়ায় শাকিব বুবলীর রোমান্স!

সিনেমা জগৎ January 13, 2018 1,808
অস্ট্রেলিয়ায় শাকিব বুবলীর রোমান্স!

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং নিয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঢাকাই ছবির সুপারস্টার নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।


ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবিটির গানের শুটিং নিয়েই এখন দেশের বাইরে রোমান্স করে বেড়াচ্ছেন এ জুটি।


কিছুদিন আগে ছবিটির একটি গান ব্যাংককে শুটিং করা হয়। সেখান থেকে ছুটেন অস্ট্রেলিয়াতে। এখন সেখানেই একটি গানের শুটিং হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক উত্তম আকাশ।


সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ফুটেজ। সেখানে দেখা যায়, বেগুনি রঙের পোশাকে বুবলী আর তার সঙ্গে মিল রেখে সাদা টি-শার্ট ও বেগুনি রঙের ওড়না গলায় শাকিব। দুজনকে আকর্ষণীয় লাগছে বলেই মনে করছেন ভক্তরা।


গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। এ বছরের কোনো একটি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাবে ছবিটি।


এছাড়া আরও নতুন ছবিতে জুটি হয়েছেন এ দুই তারকা। এর মধ্যে আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’, আশিকুর রহমানের ‘সুপারহিরো’। -যুগান্তর অনলাইন