শীতে কার কী চাওয়া

মজার সবকিছু January 13, 2018 1,770
শীতে কার কী চাওয়া

শীত এলে একেকজনের একেক রকম চাহিদা থাকে। আসুন এ রকম কিছু চাহিদাসমৃদ্ধ মানুষের চাওয়া-পাওয়া দেখে নিই. . .


১. লেপ দোকানদার : আল্লাহ আরো শীত বাড়িয়ে দাও, তাপমাত্রা মাইনাসে নিয়ে যাও।


২. শীতের কাপড় বিক্রেতা : আল্লাহ শীত দে শীত দে শীত দেরে তুই। দেশটারে সুইজারল্যান্ড বানাইয়া দাও।


৩. অলস শিক্ষার্থী : ইশ শীতটা আরো তীব্র হইলে আরেকটু ঘুমাইতে পারতাম।


৪. খেজুর রস ব্যবসায়ী : সারা বছর শীত থাকলে সারা বছরই রস পাইতাম।


...অন্যদিকে...


৫. পকেটমার : শীতে সবাই পকেটে হাত দিয়ে রাখে, তাই ব্যবসায় মন্দা। গরম আয় তাড়াতাড়ি।


৬. ফ্যান/এসি ব্যবসায়ী : কবে যে গরম আসবে, অপেক্ষায় আছি।


৭. বডি বিল্ডার : ধুৎ, শীতে বডি দেখাইতে পারছি না, সবাইকে এক রকম লাগে।


৮. ফ্যাশনেবল মেয়েরা : এত দামি শাড়িটা গরম কাপড়ের নিচে পরতে হইল। ভাল্লাগে না।