

সাবেক কানাডিয়ান পর্নস্টার সানি লিওনের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন আমেরিকান পর্নস্টার মিয়া মালকোভা। জনপ্রিয় পরিচালক রাম গোপাল ভার্মার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড যাত্রা শুরু করবেন তিনি। সেই ছবিরই অংশ হিসেবে পরিচালককে সঙ্গে নিয়ে সম্প্রতি ইউরোপে ভিডিও শ্যুট করলেন মিয়া।
ভিডিওর শিরোনাম ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’। ভিডিও শ্যুট নিয়ে বেশ উচ্ছ্বসিত মার্কিন এই সুন্দরী। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘ভারতীয় মুভি নির্মাতা রাম গোপাল ভার্মা আমাকে নিয়ে ইউরোপে ভিডিও শ্যুট করলেন। সানি লিওনের পর আমিই কোনো অ্যাডাল্ট স্টার, যাকে নিয়ে ভারতীয় পরিচালক কাজ করতে চলেছেন।’
নির্মাতাকে উদ্দেশ্য করে মার্কিন এই পর্নস্টার লিখেছেন, ‘আমার সঙ্গে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ এর শুটিং করার জন্য রাম গোপাল ভার্মাকে ধন্যবাদ। তোমার দৃষ্টিকে নিজেকে দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা হল।’
টুইটের সঙ্গে ভিডিওর পোস্টারও শেয়ার করেছেন মিয়া। ছবিতে সম্পূর্ণ নিরাভরণ পর্নস্টারের সামনে দাঁড়িয়ে শুটিংয়ের দৃশ্য বোঝাতে দেখা গেছে পরিচালক রাম গোপাল ভার্মাকে। আর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মিয়া মালকোভা।
পাল্টা টুইট করেছেন নির্মাতা রাম গোপাল ভার্মাও। তিনি লিখেছেন, ‘সানি লিওনের সঙ্গে কখনও শুটিং করিনি। তবে মিয়া মালকোভার সঙ্গে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ এর ভিডিওর কথা কোনো দিনও ভুলব না।’
তথ্যসূত্রঃ ঢাকা টাইমস







