মুম্বাইয়ে শ্যুটিং সেটেই সালমানকে খুনের চেষ্টা?

বিবিধ বিনোদন January 12, 20181,031
মুম্বাইয়ে শ্যুটিং সেটেই সালমানকে খুনের চেষ্টা?

‘রেস-৩’ সিনেমার শ্যুটিং চলাকালীন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেটের মধ্যে ঢুকে পড়ে, খবর পেয়ে পুলিশ সালমান খানকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেয় ।


মঙ্গলবার মুম্বইয়ের ‘ফিল্ম সিটি’তে সকাল থেকেই সালমান খান শুটিং করছিলেন পরবর্তী ছবি ‘রেস-৩’র।


শুটিং চলাকালীনই সালমানের নিরাপত্তাকর্মীরা সন্ধান পান, বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শুটিং সেটের মধ্যে ঢুকে পড়েছে। তাদের কাছে নাকি আগ্নেয়াস্ত্রও রয়েছে ।


মুম্বাই মিরর জানায়, খবর পেয়েই শ্যুটিংস্পটে পৌঁছায় পুলিশ ।সালমান এবং ‘রেস-৩’র প্রযোজক রমেশ তৌরানীকে শিগ্গির শ্যুটিং বন্ধের নির্দেশ দেন ।


এরপর ছয়জন পুলিশকর্মী অতিদ্রুত সালমানকে তার বান্দ্রার বাসায় পৌঁছে দেয়।


সেটে পুলিশ পৌঁছনোর পর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শুটিং সেটে তারা কীভাবে ঢুকল এবং পরে কোথায় তারা গা ঢাকা দিল সেই বিষয়েও পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি।


নিরাপত্তারক্ষী ছাড়া সালমানকে সাইকেলে করে যত্রতত্র ঘুরে বেড়াতে নিষেধ করা হয়েছে । তার অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না জানাতে অনুরোধ করেছে পুলিশ ।


এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন,“সালমানকে খুনের হুমকিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি । তার সুরক্ষাব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি বিষ্ণোইয়ের হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।”


গত ৪জানুয়ারি পাঞ্জাবের কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই যোধপুরের আদালত চত্বরেই সালমানকে প্রাণে মারার হুমকি দেয় ।


আদালতের শুনানি শেষে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন,“এই যোধপুরেই সালমানকে প্রাণে মেরে ফেলা হবে । তখন সে জানবে আমাদের আসল পরিচয়।”


ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সালমানের বাবা সেলিম খান বলেছেন,“আমি সঠিক জানিনা শ্যুটিংস্পটে কী হয়েছিল । তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে ।


তবে সালমানের ব্যক্তিগত ভালো একটি নিরাপত্তারক্ষীর টিম আছে । এর আগেও সে এরকম হুমকি পেয়েছে । এই ইন্ডাস্ট্রিতে এরকম হুমকি অনেকেই পায় ।”


আগামী দু’দিন ‘রেস ৩’র নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে একটি নাচের দৃশ্যে শুটিং করার কথা ছিল সলমনের। পুলিশ শ্যুটিং বন্ধের অনুরোধ করেছে ।


পুলিশের অনুমান, সালমানের সঙ্গে লরেন্সের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনাকে কেন্দ্র করে।


রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণকে পূজা করে। এর সঙ্গে তাদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে।


সেইকারণেই এই হুমকি এবং পরবর্তীতে শুটিং সেটে হামলার চেষ্টা।


তথ্যসূত্রঃ অনলাইন