১০ বছর পর কথা বললেন শহিদ-কারিনা

বিবিধ বিনোদন January 11, 20181,670
১০ বছর পর কথা বললেন শহিদ-কারিনা

১০ বছর পর কথা বললেন বলিউড তারকা শহিদ কাপুর ও কারিনা কাপুর। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারিনা কাপুরের ফটোশুট চলছিল। এসময় হঠাৎ শহিদ কাপুর ঘটনাস্থলে ঢুকে পড়লে দুজন একে অপরকে অভিবাদন করেন।


ভারতীয় গণমাধ্যমের খবর, দেখা হওয়ার পর ‘জাব উই মেট’ সিনেমার এই রোমান্টিক জুটি হাসি-ঠাট্টা আর খোশগল্পে মেতে উঠেন।


বিচ্ছেদের ১০ বছর পরস্পরকে এড়িয়ে চলার পর এ সাবেক প্রেমিক-প্রেমিকার হঠাৎ কথোপকথন কি নিছক কাকতালীয়, নাকি পুরনো প্রেমের গোপনে ডানা মেলা, তা নিয়ে গুঞ্জন চলছে বলিউড পাড়ায়।


তথ্যসূত্রঃ অনলাইন