

গত কিছুদিন ধরেই শান্তিতে জীবন যাপন করতে পারছিলেন না মিয়া খলিফা। পীঠ এবং ঘাড় ব্যাথায় তার স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই আর থেমে থাকেন নি মিয়া খলিফা। চলে গেলেন ডক্টরের কাছে। সেখানে গিয়ে ডক্টরকে দেখালেন নিজেই। আর তার সেই ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এই বিতর্কিত তারকা।
ক্তারের কাছে গিয়ে নেটিজেনদের কাছে ট্রল হয়েছেন জনপ্রিয় এই বিতর্কিত তারকা। তার হঠাৎ পিঠ ও ঘাড়ে প্রচণ্ড ব্যাথা নিয়ে ঠাট্টার রোল পড়েছে যোগাযোগমাধ্যমে। কেউ কেউ প্রশ্ন করছেন, আপনার কেন পিঠ ও ঘাড়ে ব্যাথা হবে। তার ‘chest’ নিয়েও অনেকে সমালোচনা করেছেন। তবে সেইখানেই যেন নিশ্চিত চুপ মিয়া খলিফা। এতসব প্রশ্ন তিনি দেখেছেন ঠিকেই। কিন্তু কোন উত্তরেই দেন নি এই বিতর্কিত তারকা।







