ব্রণহীন উজ্জ্বল ত্বক পাবেন যেভাবে

রূপচর্চা/বিউটি-টিপস December 27, 2017 1,940
ব্রণহীন উজ্জ্বল ত্বক পাবেন যেভাবে

বেসন, দই ও হলুদের তৈরি একটি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন ব্রণমুক্ত উজ্জ্বল ত্বকের জন্য।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন বেসনের ফেসপ্যাক

- একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন নিন।


- আধা চা চামচ হলুদ গুঁড়া মেশান।


- ২ টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি।


- মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।


- হাত সামান্য ভিজিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন ফেসপ্যাক।


- ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


- সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন বেসনের এই ফেসপ্যাকটি।


ফেসপ্যাকটি ব্যবহার করা জরুরি কেন?

- বেসন প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে ত্বকে।


- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে বেসনের জুড়ি নেই।


- ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম ও কোমল।


- হলুদে রয়েছে অ্যান্টিব্যাকেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করে ত্বক ব্রণমুক্ত রাখে।


- দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে।