

সম্মানসূচক ডক্টরেক্ট ডিগ্রি পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। রবিবার ৩৫ বছর বয়সী ভারতীয় অভিনেত্রীকে এই ডিগ্রি দিয়েছে তাঁরই নিজের শহর বেরিলির বেরিলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেশব কুমার আগারওয়াল এই সম্মানানা প্রদান করেন। সম্মানসূচক ডিগ্রির সঙ্গে অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারকও। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হরিষ বর্ধন ছাড়াও উত্তর প্রদেশের অর্থমন্ত্রী রাজেশ আগারওয়াল উপস্থিত ছিলেন। সম্মানসূচক ডিগ্রি নিতে বছর পাঁচেক পরে নিজের শহরে হাজির হয়েছিলেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী। স্বভাবতই তাঁকে দেখতে ক্যাম্পাসে ভিড় হয়েছিল বেশ। এই ডিগ্রি পেয়ে প্রিয়াঙ্কা খুবই আনন্দিত ও আপ্লুত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর মা মধু চোপড়া। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমন সম্মান তাঁর পাওয়ারই ছিল। ’
।







