বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় চীনের আহ্বান

আন্তর্জাতিক December 23, 2017 1,720
বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় চীনের আহ্বান

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন ঘোষণা করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) বেইজিংয়ে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের দুই প্রতিনিধি নাবিল শায়াস ও আহমাদ মাজদালানি'র সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।


চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন সংকটের সমাধান করা।


তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে যে প্রস্তাব পাস হয়েছে তা থেকে এটা স্পষ্ট আন্তর্জাতিক সমাজ চায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া তরান্বিত হোক।


গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে অনেকটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য দেশ।


১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। #


পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩