

বলিউডের গণ্ডি পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন বিশ্বজোড়া। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে পারফর্ম করার পাশাপাশি জিতেছেন ‘গ্লোবাল আইকন’ অ্যাওয়ার্ড।
কয়েকদিন আগে বিয়ে করেছেন ভারতীয় শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা। কেন বিয়ে করছেন না অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়ে পরিকল্পনা করে হয় না। যদি আমি উপযুক্ত কাউকে পাই তবে অবশ্যই বিয়ে করব। এখনো উপযুক্ত কাউকে পাইনি।’
বিরাট-আনুশকা ও প্রিন্স হ্যারি-মেগান মেরকেল জুটির বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মেগান ও আনুশকা দুজনের জন্যই বিয়ে রূপকথার গল্পের মতো। দুজন ব্যক্তিকে আমি খুবই ভালো চিনি এবং তাদের রূপকথার মতো বিয়ে দেখে খুব ভালো লাগছে।’
এদিকে মেয়ের বিয়ে নিয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন, ‘এখন প্রায়ই বিয়ে ভেঙে যেতে দেখা যায়। মানুষের এখন পরস্পরের প্রতি সহিষ্ণুতা এবং তাদের সম্পর্ক পরিচর্যা করার মতো খুব বেশি সময় নেই। তাই প্রিয়াঙ্কা যখন ওই পর্যায়ে যাবে, সম্পর্কের ব্যাপারে সময় দিতে এবং এর চাহিদাগুলো পূরণ করতে পারবে তখন সে বিয়ে করবে। কিন্তু এমন নয় যে, নির্দিষ্ট একটি বয়স অতিক্রম করছে বলেই বিয়ে করতে হবে। বিয়ে সম্পর্কে এটি একটি ভ্রান্ত ধারণা।’
তথ্যসূত্রঃ অনলাইন







