এলজির ফোনে ডিএসএলআর ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ December 18, 2017 1,680
এলজির ফোনে ডিএসএলআর ক্যামেরা

নতুন একটি ফ্লাগশিপ ফোন উন্মোচন করলো এলজি। ফোনটির মডেল এলজি ভি থার্টি প্লাস। ফোনটি চীনের পাশপাশি ভারতেও অবমুক্ত হয়েছে।


এই ফোনের প্রধান আকর্ষণ ফোনটিতে ১৮:৯ রেশিও ওলিড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনের পেছনে রয়েছে ডিএসএলআর এর সমতুল্য ক্যামেরা। এটি বিশ্বের প্রথম ফোন যেটাতে আছে এফ/১.৬ অ্যাপারচার।


ফ্ল্যাগশিপ ফোন হওয়ার কারণে এলজি ভি৩০ প্লাস মিলিটারি স্ট্যান্ডার্ডে তৈরি। ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড। অর্থাৎ ফোনটি ওয়াটার ও ডাস্ট রেসিস্টান্ট। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা ও ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরার ছবিও যথেষ্ট ভালো।


ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৯০ রুপিতে।