চুলের যত্নে পেঁয়াজের যাদু

রূপচর্চা/বিউটি-টিপস December 17, 2017 1,181
চুলের যত্নে পেঁয়াজের যাদু

শীত কিংবা গ্রীষ্ম। আকর্ষণীয় চুল সবসময়ই কাম্য। কিন্তু জানেন কি আপনার সুস্থ ও সুন্দর চুলের গোপন রহস্য আপনার রান্না ঘরেই আছে? হ্যাঁ, পেঁয়াজ হলো সেই যাদুমন্ত্র।


আপনি বিশ্বাস করেন কিংবা না করেন পেঁয়াজে এমন কিছু এনজাইম রয়েছে যা শুধু আপনার চুল দ্রুত গজাতেই সাহায্য করবে না, সাথে চুলকে মজবুত ও দীর্ঘ করে তুলবে। আপনাকে শুধু রান্নাঘর থেকে সেটিকে তুলে অ্যাপ্লাই করতে হবে। আর আপনার জন্যই চুলের যত্নে পেঁয়াজ ব্যবহারের ৬টি ধাপ তুলে ধরা হলো।


→ প্রথম ধাপ

পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কাটুন।


→ দ্বিতীয় ধাপ

ব্লেন্ডারে নিন ও মিহি পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।


→ তৃতীয় ধাপ

পেস্ট একটি ছাকুনিতে ঢেলে রস বের করে নিন।


→ চতুর্থ ধাপ

আপনার পছন্দের চুলের তেলের সাথে মেশান। জলপাই, বাদাম কিংবা নারিকেল যেকোনো তেল হতে পারে।


→ পঞ্চম ধাপ

মিশ্রণটি আপনার মাথার ত্বকে লাগান ও ভালোভাবে ম্যাসাজ করুন।


→ ষষ্ঠ ধাপ

৩০-৪৫ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন।


দ্রুত চুলের বৃদ্ধি ঘটানো ছাড়াও পেঁয়াজের রসের আরো অনেক গুণাগুণ আছে। এটি পটাসিয়াম, ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’ এর সমৃদ্ধ একটি উৎস। এগুলো রাসায়নিক ব্যবহার না করেই চুলে পুষ্টি যোগাতে পারে।


পেঁয়াজে উচ্চ সালফার উপাদান থাকায় এটি ভঙ্গুর চুল ও পাতলা চুলের চিকিৎসায় কাজে লাগে। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চুলকে উজ্জ্বল করতে পারে। পেঁয়াজ কঠিন রকমের খুশকি তাড়াতেও কার্যকরী উপাদান।