যেভাবে পাবেন নরম ও ঝলমলে চুল

রূপচর্চা/বিউটি-টিপস December 12, 2017 969
যেভাবে পাবেন নরম ও ঝলমলে চুল

প্রাকৃতিক উপায়েই নরম ও ঝলমলে চুল পেতে চাইলে ব্যবহার করতে পারেন ভেষজ হেয়ার প্যাক। শিকাকাই পাউডার, রিঠা পাউডার, আমলকী, মধু ও ডিম দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন হেয়ার প্যাক।


যেভাবে বানাবেন হেয়ার প্যাক

- একটি কাচের পাত্রে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার ও ১ চা চামচ রিঠা পাউডার নিন।


- আধা চা চামচ মধু, ১ চা চামচ আমলকী গুঁড়া ও ১টি ডিম মিশিয়ে নিন মিশ্রণে।


- হেয়ার প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান।


- আঙুলের সাহায্যে কয়েক মিনিট ম্যাসাজ করুন চুলের গোড়া।


- ৪০ মিনিট অপেক্ষা করুন।


- ঠাণ্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


- সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।


ভেষজ হেয়ার প্যাকটি কেন ব্যবহার করবেন?

- বিবর্ণ চুলে জৌলুস ফিরিয়ে আনে মধু।


- ডিমে রয়েছে প্রোটিন ও ভিটামিন যা নরম ও ঝলমলে করে চুল।


- ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ শিকাকাই চুলের রুক্ষতা দূর করতে অতুলনীয়।


- আমলকী চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়। ফলে চুল হয় সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল।


- ভেষজ প্যাকটি চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।