অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসছে এলজি V30

মোবাইল ফোন রিভিউ December 9, 2017 1,443
অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসছে এলজি V30

মূলত আগস্টে অনুষ্ঠিত আইএফএ 2017-তে দেখানো হয় এলজি V-30প্লাস। অবশেষে ভারতের বাজারে আসছে এ মাসের ১৩ তারিখে। ইতিমধ্যে এই উপলক্ষে দিল্লিতে অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাও সম্পন্ন হয়েছে। V-30প্লাস 2017 এর জন্যে কোরিয়ান টেক জায়ান্টের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তার আগে এলজি G6 এর স্টোরেজ V30 এর চেয়ে সামান্য বেশি ছিল। G6 এর ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজ ছিল।


আসছে এলজি V30প্লাস চলবে অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেট অপারেটিং সিস্টেমে। এর ৬ ইঞ্চি পর্দাটি কিউএইচডি ওলেড ফুলভিশন। পিক্সেল ডেনসিটি মিলবে ৫৩৮পিপিআই। এটা এইচডিআর১০ সাপোর্ট করবে। ভেতরে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেটে গতি দেবে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম। পেছনে আছে ডুয়াল ক্যামেরা। একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার। অন্যটি ১৩ মেগাপিক্সেলে, এফ/১.৯ অ্যাপারচার। সামনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা দিয়ে দারুণ সেলফি উঠবে।


এর ভেতরে আছে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে যা ২টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ইউএসবি সি পোর্টের কারণে দ্রুত চার্জ হতে সক্ষম। এলজি’র ফোনগুলো অ্যাডভান্সড টেকনোলজির বলে খ্যাতি রয়েছে। বরাবরই মডেলগুলো জনপ্রিয়তা পায়। এবার বাজারের অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপগুলোর কথা মাথায় রেখেই এলজি পরবর্তি পদক্ষেপটি নিয়েছে বলেই বিশ্বাস সবার।