আইফোনের চেয়েও দামী এলজি স্মার্টফোন

বিবিধ টেক December 7, 2017 1,388
আইফোনের চেয়েও দামী এলজি স্মার্টফোন

দামের দিক থেকে আইফোনকে ছাড়িয়েছে এলজি’র ‘সিগনেচার এডিশন’ স্মার্টফোন।


অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হলো আইফোন X, যার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। আর এলজি’র এই বিশেষ সংস্করণের স্মার্টফোনটির মূল্য ১৮০০ ডলার, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।


জিরকোনিয়াম সিরামিক দিয়ে বানানো হয়েছে এলজি’র এই স্মার্টফোনটি। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও এতে কোনো দাগ পড়বে না। তবে, পড়ে গেলে ভেঙ্গে যাবে স্মার্টফোনটি। এলজি ভি৩০ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরই সিগনেচার এডিশন এটি।


ডিভাইসটিতে কিছুটা সীমাবদ্ধতাও রেখেছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। মাত্র ৩০০টি এমন ডিভাইস বিক্রি করবে এলজি। গ্রাহক ডিভাইসের পেছনে নিজের নামও খোদাই করে নিতে পারবেন।


ছয় ইঞ্চি ওলেড পর্দা থাকবে ডিভাইসটিতে। আর চার জিবির পরিবর্তে ছয় জিবি র‍্যাম থাকবে এতে। আর স্মার্টফোনটির ইন্টার্নাল স্টোরেজ হবে ২৫৬জিবি।