এটাই বিশ্বের প্রথম ভাসমান দেশ, বিস্তারিত জানলে অবাক হবেন

দেখা হয় নাই December 3, 20173,011
এটাই বিশ্বের প্রথম ভাসমান দেশ, বিস্তারিত জানলে অবাক হবেন

কথায় আছে, ক্রুজে চেপে বিদেশভ্রমণ না করলে জীবন নাকি সার্থক হয়না৷ কিছুটা হলেও এটি সত্যিই৷ ক্রুজে চেপে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরানোর মজাই যেন আলাদা৷ এবার সেই সুখকেই দীর্ঘস্থায়ী করতে প্রশান্ত মহাসাগরের উপরে তাহিটির কাছে তৈরি হচ্ছে একটি ভাসমান দেশ৷


২০২০সালের মধ্যেই তৈরি হতে চলেছে এই ভাসমান দেশ৷ অস্ট্রেলিয়া থেকে মাত্র ৪৯০০মাইল দূরে এই দেশটি তৈরি হতে চলেছে৷ আগামী কয়েকবছরের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই দেশটি৷ এই দেশটির মধ্যেই থাকবে হোটেল, ঘরবাড়ি, রেঁস্তোরাসহ আরো অনেককিছু৷ পেপাল সংস্থাটি এই ভাসমান দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷

এই ভাসমান দেশটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে আলাদাভাবে তৈরি হচ্ছে৷ এই দেশটি চলবে একেবারে তাদের নিজস্ব আইনকানুন মারফত৷ এই ভাসমান দেশ নিয়ে মুখ খুললেন সিস্টিডিং ইনস্টিটিউট৷ তিনি বলেন, আগামী ২০৫০সালের মধ্যে প্রায় হাজার খানেক ভাসমান শহর তৈরির চেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি৷


এই বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেন, এই ভাসমান দেশের একেবারে নিজস্ব আইনকানুন থাকবে৷ এমনকি এই দেশে একনায়কতন্ত্র বজায় থাকবে একেবারেই৷ ২০২০সালের মধ্যে এই ভাসমান দেশটিতে তৈরি হতে খরচ হবে প্রায় ৬০মিলিয়ন ডলার৷ এই ভাসমান দেশেরের বিল্ডিংগুলো তৈরি হয়েছে বাঁশ, নারকেলের ছোবড়, কাঠ এবং প্লাস্টিক দিয়ে৷

ফ্রেঞ্চ পলিনেসিয়ান সরকার এই প্ল্যানটি বাস্তবায়িত করার জন্য প্রথম সম্মতি জানিয়েছিল৷ প্রায় ১০০একর এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই দেশটি৷ ১১৮টি উপত্যকসহ এই নতুন শহরটিতে ২লক্ষ মানুষ একসঙ্গে থাকতে পারবেন৷

তথ্য ও ছবি : এপি