শীতের জন্য মানপত্র

মজার সবকিছু December 1, 2017 2,110
শীতের জন্য মানপত্র

শীত আসছে প্রকৃতিতে। বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে যেভাবে মানপত্র পাঠ করা হয়, শীতকে স্বাগত জানিয়ে যদি সেভাবে মানপত্র লেখা হয়, কেমন হবে?


এসো হে শীত, এসো এসো!

চরম গরমে অতিষ্ঠ প্রাণ। রজনী কাটে বিনিদ্র।


তোমার আগমনে ধরা হোক শীতল। ঘুম আসুক অতল!

***


হে বাংলার শীত,

দীর্ঘ একটি বছর তোমার জন্য আছি অপেক্ষায়।

প্রতীক্ষায় থাকতে থাকতে বিরহী হয়েছে হৃদয়।

গরমের খরতাপে পুড়ে কাঠ হয়েছে বুক।


এসো, তোমার স্পর্শে শীতল ঝরনাধারায় ভাসি।

***


প্রকৃতির শীতল রানি,

তোমার আগমনে আজ আমরা ভীষণ স্বস্তি প্রকাশ করছি।

দিন দিন বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা।


হারিয়ে যাচ্ছে প্রকৃতির কোমল ভাব।


এ রকম অবস্থায় তুমিই তো আশার আলো।

***


প্রিয় শীত,

দরজায় কড়া নাড়ছো তুমি।

হুটহাট করে আসা আগন্তুক যখন দরজায় কড়া নাড়ে।

আমরা বিরক্ত হই।


কিন্তু তুমি হুট করে এলেও আনন্দে উদ্ভাসিত আমরা।

তোমার আসা দীর্ঘস্থায়ী হোক।

***


ওহে শীত

তোমার আগমনধ্বনি শুনে পৃথিবী সেজেছে আজ অন্য রকমভাবে।


আজকের সূর্যটাও যেন কোমল রোদে তোমাকে অভিনন্দিত করছে।


বাংলার ঘরে ঘরে আজ আনন্দ!