জাকাত কি বছরের যেকোনো সময় দেওয়া যায়?

ইসলামিক শিক্ষা November 30, 2017 1,684
জাকাত কি বছরের যেকোনো সময় দেওয়া যায়?

প্রশ্ন : জাকাত কি বছরের যেকোনো সময় দেওয়া যাবে? নাকি নির্দিষ্ট কোনো সময় আছে?


উত্তর : জাকাত মূলত ফরজ হয়ে থাকে মালের ওপর। যতক্ষণ পর্যন্ত মালের এক বছর অতিক্রম না হবে, ততক্ষণ পর্যন্ত মালের ওপর জাকাত ফরজ হয় না। এক বছর যখনই হবে তখনই জাকাত দেবেন।


বছরের যেকোনো সময়ে যদি জাকাত দেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু হিসাব অবশ্যই আপনাকে এক বছর পর করতে হবে এবং হিসাব কষার পর আপনার জাকাত কতটুকু আসবে তার সমন্বয় করতে হবে। সেটি একবারেও দিতে পারবেন বা অল্প অল্প করে বছরের যেকোনো সময়ে আদায় করতে পারবেন। এটি আপনার জন্য জায়েজ রয়েছে।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''