কারিনা কাপুর একি বললেন

মজার সবকিছু November 29, 20171,485
কারিনা কাপুর একি বললেন

সম্প্রতি কারিনা কাপুরের ৯০ হাজার রুপির জামা নিয়ে অনলাইনে বেশ আলোচনার পরপরই খবর এসেছে জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির দামি জ্যাকেট ও বলিউড সুন্দরী উর্বশীর অবাক করা মূল্যের শাড়ি নিয়ে। আমাদের রম্যরসের নিয়মিত সমালোচক ভকাস আলী নিজেই এ নিয়ে কারিনা কাপুরের কাল্পনিক সাক্ষাৎকার গ্রহণ করেছেন।


কারিনা কাপুর : কী ব্যাপার, আজ আপনি যে? সাংবাদিক ভাইয়া কই?


ভকাস আলী : আমার আর আপনাদের মধ্যে অনেক মিল আছে বলেই রম্যরসের এ রকম সিদ্ধান্ত। কেননা, আমি সমালোচনা করতে পারদর্শী আর আপনি সমালোচিত হতে। সে যাই হোক, অনলাইনে একদিন আপনার জামা নিয়ে বেশ টানাটানি চলল।


কারিনা : কী যে বলেন। ওটা তো আমি আলমারিতে উঠিয়ে রেখেছি। টানাটানি হলো কখন?


ভকাস : হা হা হা হো হো... (অট্টহাসি)


কারিনা : আপনার দাঁতগুলো খুব সুন্দর, একদম আমার আলোচিত জামাটির রং (হলুদ)।


ভকাস : ইয়ে মানে... যা বলছিলাম, অনেকেই বলছেন আপনার ৯০ হাজার রুপির শার্টকে টেক্কা দিতেই রানি মুখার্জির এক লাখ ৩০ হাজার রুপির কালো জ্যাকেট আর সর্বশেষ উর্বশীর ৫৫ লাখের শাড়ি। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?


কারিনা : দেখুন, আপনি যদি সস্তা মার্কেট থেকে ১০০ টাকার লুঙ্গি কিনে কোম্পানির প্রচারের স্বার্থে সেটির দাম বাড়িয়ে ১০ হাজার টাকা বলেন। তাতে কারো কিছু করার আছে?


ভকাস : তাহলে কি ধরে নেব আপনার ক্ষেত্রেও…?


কারিনা : (মিষ্টি গলায়) ছি ভাইয়া... কী যে বলেন। আর আপনার হাসিটা কিন্তু সত্যিই দারুণ। আমি তো শুধু মজা করছিলাম।


ভকাস : ম্যাম, আমিও মূলত পাঠকদের মজাই দিচ্ছিলাম। ধন্যবাদ কারিনা কাপুর।


আর হ্যাঁ, এই আজাইরা, বানোয়াট সাক্ষাৎকার পড়ার জন্য পাঠক আপনাকেও ধন্যবাদ।