অফিস আদালতে বা ঘরোয়া জীবনে সর্বক্ষেত্রে প্রত্যেকের পরস্পরের সহযোগিতা করা উচিত।

ইসলামিক ঘটনা April 20, 2016 1,905
অফিস আদালতে বা ঘরোয়া জীবনে সর্বক্ষেত্রে প্রত্যেকের পরস্পরের সহযোগিতা করা উচিত।

মহানবীর (সা) আখলাক একবার এক সফরে থাকা কালে রাসূল (সা) সাহাবীগণ কে একটি ছাগল জবাই করে রান্না করতে বললেন। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটি জবাই করবো। আর এক সাহাবী আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটির চামড়া খসাব ও গোশত বানাবো । তৃতীয় সাহাবী আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটি রান্না করবো ।


রাসূল (সা) বললেন, ঠিক আছে । আর আমি ছাগলটি রান্নার জন্য জ্বালানী কাঠ কুড়িয়ে আনবো । সকলে একযোগে বললোঃ ইয়া রাসূলুল্লাহ (সা), এ কাজটিও আমরা করতে পারবো, আপনার কিছু করতে হবে না ।


রাসূ...ল (সা) বললেন, আমি জানি, ও কাজটি আমি না পারলেও তোমরা করতে পারবে । কিন্তু আমি তোমাদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বসে থাকা পছন্দ করি না । আল্লাহও এটা পছন্দ করেন না যে, তার কোন বান্দা তার সাথীদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বসে থাকুক।


শিক্ষাঃ মহানবী(সা) এর এই গুণটি পদমর্যাদা সম্পন্নসহ নির্বিশেষে সকল মুসলমানের আয়ত্ত্ব করা উচিত। অফিস আদালতে বা ঘরোয়া জীবনে সর্বক্ষেত্রে প্রত্যেকের পরস্পরের সহযোগিতা করা উচিত।