এইচটিসির নতুন ফোনে ১৬ জিবি র‌্যাম

মোবাইল ফোন রিভিউ November 26, 2017 3,015
এইচটিসির নতুন ফোনে ১৬ জিবি র‌্যাম

স্মার্টফোনে ১৬ জিবি র‌্যাম। ভাবতেই অবাক লাগে! এখন পর্যন্ত ১৬ জিবি র‌্যামের কোনো ফোন বাজারে আসেনি। কিন্তু একটি প্রতিষ্ঠান এই শক্তিশালী র‌্যামের ফোন বাজারে আনতে কাজ করছে। প্রতিষ্ঠানটির নাম এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি আর।


তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ১৬ জিবি র‌্যামের এই ফোনটির কনসেপ্ট প্রকাশ করেছে। শুধু শক্তিশালী র‌্যাম নয় এর বাদবাকি কনফিগারেশনও দুর্দান্ত। ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে টুকে মানের রেজুলেশন পাওয়া যাবে।


এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


স্টোরেজের জন্য এতে ৫১২ জিবি রম ব্যবহার করা হবে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


এইচটিসির নতুন এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হবে। যা ফোনটিকে দু্ইদিন সচল রাখবে।


ফ্লাগশিপ এই ফোনটিতে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইসের রিয়ার ক্যামেরা এবং ১৮ ও ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে।


ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ এই ফোনটি ২০১৮ সালে বাজারে আসার কথা রয়েছে। এর মূল্য হতে পারে ১২০০ ডলারের কাছাকাছি।