

পল্টু থানায় পুলিশের সামনে দাঁড়িয়ে আছে। কারণ সে আত্মহত্যা করতে গিয়েছিল-
পুলিশ : কি হলো, তুমি আত্মহত্যা করতে গেলে কেন?
পল্টু : আত্মহত্যা, আমি! কোন দুঃখে?
পুলিশ : তাহলে নদীতে ঝাঁপ দিলে কেন?
পল্টু : আর বলবেন না স্যার, ওই বেটা ড্রাইভার আমাকে বলেছিল, গাড়ি চালানোর সময় সামনে কিছু এলে বামপাশ কাটিয়ে এগিয়ে যাবি। প্রথম একটা ট্রাক এলো, বামপাশ কাটিয়ে এগোলাম। তারপর একটা গরুর গাড়ি, কাটালাম তাকেও, তারপর দেখলাম একটা ব্রিজ, সেটাকেও কাটালাম। তারপর আর কিছু মনে নেই!








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment