সনির কম দামি ফোনের তথ্য ফাঁস

মোবাইল ফোন রিভিউ November 23, 2017 1,321
সনির কম দামি ফোনের তথ্য ফাঁস

সাশ্রয়ী দামের একটি ফোন আনছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ফোনটির মডেল সনি এইচ৪১৩৩৩। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।


হ্যান্ডসেটটির ছবি ও তথ্য জিএফএক্স বেঞ্চে পাওয়া গেছে। এছাড়াও একটা ডাচ ওয়েবসাইটে এই ফোনটি সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে ২০১৮ সালে ফোনটি বাজারে আসবে। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


ফোনটিতে থাকছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগদন প্রসেসর ব্যবহৃত হবে। সঙ্গে রয়েছে অ্যাড্রিনো ৫০৮ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।


জিএফএক্স বেঞ্চের তথ্য মতে, সনির মিড লেভেলের এই ফোনটিতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইনবিল্ট মেমোরি থাকছে।


ক্যামেরায় রয়েছে সনির নিজস্ব ইমেজ সেন্সর। এতে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। রিয়ার ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও করা যাবে।


ফোনটিতে ২০১৮ সালের শুরুতেই বাজারে আসার কথা রয়েছে। এর দাম জানা না গেলেও এর দাম গ্রাহকদের হাতের নাগালে থাকবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।