ফ্লিপফোন আনছে স্যামসাং

মোবাইল ফোন রিভিউ November 21, 2017 1,026
ফ্লিপফোন আনছে স্যামসাং

ফ্লিপফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং ডব্লিউ২০১৮। এটি ১ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।


এবছরের মে মাসে চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে ফোনটির তথ্য প্রকাশ হয়। এরপর জুলাই মাসে ফোনটির ছবি অনলাইনে ফাঁস হয়। এবার জানা গেলে স্যামসাংয়ের নতুন এই ফ্লিপফোনের বাজারে আসার দিনক্ষণ।


জানা গেছে, ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে ফ্লিপফোনটি অবমুক্ত করা হবে। এটি হবে বিলাসবহুল ফোন। ফোনটি চীনের জিয়ামেন স্পোর্টস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অবমুক্ত করা হবে।


এদিকে ১ ডিসেম্বর স্যামসাংয়ের ডব্লিউ সিরিজের দশম বর্ষপূর্তী। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে স্যামসাং তাদের ফ্লিপফোনটি বাজারে ছাড়বে।


জানা গেছে, স্যামসাংয়ের ফ্লিপফোনটিতে ৪.২ ইঞ্চির ডায়াগোনাল ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লে হবে এইচডি রেজুলেশনের।


ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।