

১. আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে। যা আপনার নখ এবং কিউটিকলের আর্দ্রতা বজায় রাখে। একই সঙ্গে নখের হলুদ ছোপও দূর করে।
২. তিল তেল দাঁতের মাড়ির সমস্যা মেটাতে সাহায্য করে। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি আলদা হয়ে যাওয়া রোধ করে।
৩. হিবিসকাস অয়েল চুল পড়ার সমস্যা দূর করে। একই সঙ্গে চুল দ্রুত বেড়ে ওঠে।
৪. ক্যাস্টর অয়েল ভ্রু এবং চোখের পাতায় লাগালে ভাল ফল পাওয়া যায়। চোখের পাতা এবং ভ্রু ঘন হয়।
৫. তিসির তেল শরীর ডিটক্স করে মেটাবলিজমের হার ঠিকঠাক রাখে। সেই কারণে তিসির তেল ব্যবহার করে শরীরের মাপ আয়ত্তে রাখা যায়।
৬. টি ট্রি অয়েল বা চা গাছের তেল ব্রণর সমস্যা দূর করে।
৭. শীত কালের সব থেকে বড় সমস্যা হল পা ফাটা। সেই সমস্যা থেকে রেহাই পেতে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এতে দারুণ ফল পাওয়া যায়।
সূত্র : ইন্টারনেট থেকে








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment