

একমাত্র গণতন্ত্রই পৃথিবীকে নিরাপদ করে তুলতে পারে।– উইলসন
যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে নিরাপত্তাও নেই।–জে. আর. লওয়েল
দেশে সর্বজনীন শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল।– ড. মুহম্মদ শহীদুল্লাহ
গণতন্ত্রের বিরুদ্ধে একমাত্র সৈনিকই জয়ী হতে পারে।– ডব্লু জি মার্কেল
ভেজাল গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে লজ্জাহীন জিনিস।– অ্যাডমন্ড বার্ক
▶বচন
মার মায়াই মায়া
বটের ছায়াই ছায়া।
অর্থ : বটগাছের ছায়ার যেমন তুলনা হয় না, তেমনি মায়ের মমতার কোন তুলনা হয় না- এ কথা বোঝাতে বলা হয়।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment