

ভিক্ষুক জুতার দোকানে এসে বলল-
ভিক্ষুক : কিছু খাবার দিবেন?
দোকানদার : গাধা না কি?
ভিক্ষুক : কেন ভাই?
দোকানদার : জুতার দোকানে কী খাবার পাওয়া যায়?
ভিক্ষুক : না মানে, পাশের দোকানে খাবার চাইতে গিয়ে জুতার মার খেয়েছি। তাই জুতার দোকানে খাবার চাইলাম।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment