

বাজারে এলো গুগলের স্মার্টফোন Pixel 2xl। ফোনটির ৬৪ জিবি ও ১২৮ জিবি মেমরির দুটি ভার্সন রয়েছে।
ফোনটি সাদা-কালো রঙে বাজারে এসেছে। ফোনটিতে আছে ৬ ইঞ্চির পি-ওলিড কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রেজুলেশন ১৪৪০x২৮৮০ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ৫৩৮ পিপিআই। এতে রয়েছে থ্রিডি কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
ফোনটিতে ২.৩৫ গিগাহার্জ + ১.৯ গিগাহার্জের ৬৪ বিটের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর রয়েছে। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ফোনটিতে ৪ জিবি র্যাম রয়েছে।
ফোনটির রিয়ার ক্যামেরা ১২.২ মেগাপিক্সেলের। এতে অটোফোকাস, ওআইএস এবং ইআইএস প্রযুক্তি রয়েছে। ফ্রন্টে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৫২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি অপশনে থাকছে ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment