

ভালোবাসার নাম বিকাশ-হৃদয় প্রস্ফুটিত হয়।– গিরিশচন্দ্র ঘোষ
স্বার্থ সিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেমে।– হলব্রুক জ্যাকশন
বিচ্ছেদের মুখে প্রেমে বেগ বাড়িয়া উঠে।– রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না।– বায়রন
প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।– প্লেটো
▶বচন
খেতে বসলে কিসের দায়,
পাকনা ধান কি জলে খায়।
অর্থ : সমস্ত দায়-দায়িত্ব ভুলে গিয়ে নিশ্চিত মনে আহার করা উচিত- এ অর্থে বলা হয়।